নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ২৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বন্দরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর)  সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ করে জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে জনস্বার্থে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ,মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, বন্দর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান,বন্দর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ ও সাংবাদিক আমির হোসেনসহ সরকারি বিভিন্ন দফতর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। 

আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সম্পুর্ন সচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়ে ইউএনও শিবানী সরকার বলেন, ইতিমধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সাধ্যমত চেষ্টা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের আন্তরিক সহায়তা কামনা করে তিনি বলেন,ব্যাপকভাবে প্রচার প্রচারণার মাধ্যমে গণভোটের কনসেপ্ট সম্পর্কে সকল জনসাধারণকে অবহিত করতে হবে।একইসাথে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমানের উন্নতি করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন।

ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যাতিত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।খুব দ্রুতই আরও স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত থাকবে।এছাড়া মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ করতে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।  

সম্পর্কিত বিষয়: