নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫

কাশীপুরে রাজিব গ্রেপ্তার হলেও অধরা আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৩, ২৯ ডিসেম্বর ২০২১

কাশীপুরে রাজিব গ্রেপ্তার হলেও অধরা আব্দুল্লাহ

ফতুল্লার কাশীপুরে বেড়েছে ছিনতাইকারীদের দৌড়াত্ম। কাশীপুর খীল মার্কেট, হোসাইনী নগর, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, মাদক সেবীরা মাদকের টাকা যোগার করতেই দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছে খিল মার্কেট এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।

 

ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে কাশীপুরে অভিযান চালিয়ে রাজিব নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। তবে এসময় ছিনতাইকারী চক্রের মূলহোতা আব্দুল্লাহ পালিয়ে যায়। অভিযানে চাকু ও মাদকসহ রাজিবকে গ্রেফতার করা হয়। রাজিব ওরফে জেমস রাজিব খিল মার্কেট এলাকার তপন চৌধুরীর ছেলে।

 

স্থানীয়রা জানান, খিল মার্কেট এলাকার মৃত হেলাল উদ্দিনের পুত্র আব্দুল্লাহ’র নেতৃত্বে প্রতিদিনই ছিনতাই করে আসছিল। আব্দুল্লাহর বিরুদ্ধে ইজিবাইক ছিনতাইয়ের মামলাও রয়েছে। সম্প্রতি আব্দুল্লাহর নেতৃত্বে আবির, জিমেল, রাজিব, রাব্বিসহ ২০/১২ জনের একটি গ্রুপ প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটালেও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ভাজিতা হওয়ায় স্থানীয়রা অনেকটা নিশ্চুপ রয়েছে।

 

সর্বশেষ ছিনতাই ইস্যুকে নেয়ামুল নামে এক যুবককে কুপিয়ে আহত করে। এছাড়াও আহাদ নামে এক যুবককে হত্যার হুমকি দিয়েছে আব্দুল্লাহ বাহিনী। এঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।