
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও বাস্তবায়নে বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার, সদর নারায়ণগঞ্জ কার্যালয়স্থ অডিটোরিয়াম রুমে প্রতিযোগিতায় জেলার সদর উপজেলা ও সিটি কর্পোরেশন হতে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা শিরিন, উপজেলা নির্বাহী অফিসার, সদর নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জাহানারা খানম এবং উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার।
প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দাবা” একটি মানসিক খেলা যা শিক্ষার্থীদের মেধা, ধৈর্য ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে জার্সি, পুরস্কার, ও সার্টিফিকেট তুলে দেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার নারায়ণগঞ্জ। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মনোযোগ, কৌশল ও সৃজনশীল চিন্তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। অভিভাবক, শিক্ষক এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও নানা ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেওয়া হয়।