সিদ্ধিরগঞ্জে যুবসমাজের উদ্যোগে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মধ্য সানারপাড় বিলে উৎসবমূখর পরিবেশে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ টূর্নামেন্টের যাত্রা শুরু হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেন এ টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে আতশবাজি ফুটিয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদ্যাপন করে আয়োজক কমিটি।
উদ্বোধনী ম্যাচে বর্ণালী সংসদ ক্রিকেট টিম বনাম অষ্ট্রেলিয়া ক্রিকেট টিম মূখোমূখী হয়। এ টূর্নামেন্টে ৩২টি টিম অংশ গ্রহণ করবে। টূর্নামেন্টটি সার্বিক ভাবে সহযোগিতা করছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন মুন্না।
টূর্নামেন্টের আয়োজকরা হলো, সানারপাড় যুবসমাজের আশরাফুল ইসলাম ভুইয়া, রায়হান, সাইফুল, হাসান, সায়মন, আকাশ, ফাহিম, মোবারক, ও রবিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়াসহ প্রমূখ।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তার বক্তব্যে বলেন, আমি আশা করি এখান থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরী হবে।
আর এতে নারায়ণগঞ্জের মূখ উজ্জল করবে। আমি চাই তোমরা খেলাধুলা কর, মাদক থেকে দূরে থাক। সামাজিক অভিশাপ হচ্ছে মাদক। মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলা অপরিহার্য।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেন বলেন, আমরাও একসময় তোমাদের মত আমরাও ছাত্র ছিলাম, ছাত্র থাকা অবস্থায় আমরাও খেলাধুলা করেছি। খেলাধুলা করলে মন ভাল থাকে, শরীর-স্বাস্থ্য ভাল থাকে মানসিক দূশ্চিন্তা থাকে না, নেশার আসক্তি থেকে দূরে থাকা যায়।


































