নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ শহরে হাকিম প্লাজা মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩৮, ১৮ জুন ২০২৫

নারায়ণগঞ্জ শহরে হাকিম প্লাজা মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে আগুন লেগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

 

বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাকিম প্লাজা মার্কেটের ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। 

 

 বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকাল সোয়া ১০টার দিকে দেওভোগ হাকিম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নির্বাপন করে। এই ঘটনা কেউ হতাহত হয়নি।

 

তিনি আরও বলেন, আগুনে মিনি গামেন্টসের মালামাল, সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সেলোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রীজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে।

সম্পর্কিত বিষয়: