সিদ্ধিরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সিদ্ধিরগঞ্জ পুল এম.এস টাওয়ারের সামনে এ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, সরকার দেশের সব কিছুই খোলে দিয়েছে এখন। তাছাড়া স্বাস্থ্য বিধি মেনে সব কিছুই এখন চালানো হচ্ছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেনো? তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
তারপরও যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাহলে সকল শিক্ষার্থীদের একত্রিত হয়ে আন্দোলনে নামার আহবানও জানিয়েছে তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিদ্ধিরগঞ্জে ছাত্র-শিক্ষকসহ বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকগণ।


































