নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

লাখ টাকায় দুটি দলীয় মনোনয়নপত্র কিনলেন আব্দুল হাই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৩, ১৯ নভেম্বর ২০২৩

লাখ টাকায় দুটি দলীয় মনোনয়নপত্র কিনলেন আব্দুল হাই

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জন্য এক লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই। এই নিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে মুখরোচক নানা আলোচনা। 


জানাগেছে, রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার কনিষ্ঠ পুত্র তানযীল হাই ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মাহাদী হাছান রবিন।


এদিকে নারায়ণগঞ্জ-১ ও ৫ আসনের দলীয় মনোনয়ন ফরম কিনতে এক লক্ষ টাকা খরচ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। সাধারণ নেতাকর্মীদের মনে প্রশ্ন হঠাৎ করে আবদুল হাই এক লাখ টাকা খরচ করে নারায়ণগঞ্জের দুটি সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই টাকা কোথায় পেলেন তিনি? তাদের মতে, কর্মীদের পেছনে এবং দলীয় অনুষ্ঠানে যিনি পকেট থেকে টাকা খরচ করতে ব্যাপক কার্পণ্য করেন তিনি এক লক্ষ টাকা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এটা অবাক করার বিষয়। 


প্রসঙ্গত: গত ২০১৮ সালের নির্বাচনেও আব্দুল হাই নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। 

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার দাম বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়।

সম্পর্কিত বিষয়: