বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে,সমাজের নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য।
বিগত সময় গুলোতে স্বৈরাচারীরা শুধু জাতীয় সংসদই নয় দেশের প্রতিটি স্থানে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসিয়েছে, এতে করে দেশ একটি তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ধসে গেছে, উন্নয়নের নামে কোটি কোটি টাকার বাজেটে নিজেদের পকেট ভারি করেছে।
সোমবার (১০ নভেম্বর) বাদ আসর নাসিক ১৮ নং ওয়ার্ড এর বাইতুল আমান জামে মসজিদ এলাকায় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় শেষে শতাধিক নেতাকর্মী নিয়ে তামাক পট্টি, নিতাইগঞ্জ এলাকায় এ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আগামী দিনে দেশকে বসবাস উপযোগী করার জন্য আমানতদার ব্যক্তিদের কাছে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে আগামী দিনে একটি সুন্দর সুশৃংখল বসবাস যোগ্যা দেশ গঠনে ভূমিকা পালন করি।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি সোলাইমান হোসেন মুন্না, আক্তার হুসাইন, শিপলু হাসান, মাসুদুল ইসলাম,নজরুল ইসলাম সহ এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


































