আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নজরুল ইসলাম আজাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুর রহমানের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আলহামদুলিল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবে।”
তিনি আরও বলেন, “যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা কখনোই দলীয় প্রার্থীর বিরোধিতা করতে পারে না। কেউ যদি দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়, তাহলে বুঝে নিতে হবে সে দলকে ভালোবাসে না। দলের দুর্দিনে কারা নেতাকর্মীদের পাশে ছিল, আর কারা সংস্কারপন্থীদের সঙ্গে আঁতাত করেছিল—তা জনগণ প্রত্যক্ষ করেছে।”
নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, বিপুল ভোটের ব্যবধানে আড়াইহাজারে বিএনপি বিজয়ী হবে।”
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফর রহমান আব্দু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মাসুদ, সহ- সভাপতি এড.সিদ্দিকুর রহমান, সহ- সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সহ- সভাপতি শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, মাইনুদ্দিন খাজা, ভিপি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু,এড. কামাল মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য; আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত।

































