নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জানুয়ারি ২০২৫

আদালত পাড়ায় অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫২, ১১ মার্চ ২০২৪

আদালত পাড়ায় অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

জেলার বিভিন্ন থানার বিভিন্ন মামলার জব্দকৃত মোট ৫৪ লাখ ৮৭ হাজার টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ছিলো- ২৩২ কেজি ২৮ গ্রাম গাঁজা ও ৭৭৯ পুরিয়া গাঁজা, ২৪ হাজার ৮৪৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হিরোইন, ১ হাজার ৩৭ বোতল ফেন্সিডিল, ১০৫ লিটার চোলাই মদ, ৭০ ক্যান বিয়ার, ৩০২ বোতল বিদেশী মদ। এছাড়াও নেশা করার সময় ব্যবহৃত ২ টি ইনজেকশন সিরিজ ধ্বংশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শাফিয়া শারমিন, ইমরান মোল্লা, নূর মহসীন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, কোট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রমূখ।

মাদক ধ্বংসকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে বিধায় মাদক সমূলে ধ্বংস করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ।

একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ঠ। তাই মাদক নিমূলে সমাজের সকল স্তরের লোকজনের সহযোগীতা কামনা করছি।