চাষাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন মাহমুদ বুধবার (২ অক্টোবর) রাত ৯ টা ২০ মিনিটে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পারিবারিক সূত্রে জানাগেছে, চাষাড়ার নবাব সলিমুল্লাহ রোডের বাসিন্দা ও ম্যাজিস্ট্রেট মরহুম মৌলবী মো: আবুল হাশিম সাহেবের ছেলে জামালউদ্দিন মাহমুদ দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
সর্বশেষ তিনি ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী দিলারা মাহমুদ (সহকারী শিক্ষিকা নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, আমলাপাড়া), ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাদ ফজর মিশনপাড়া মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের বিশিষ্ট লোকজনসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাযা শেষে মরহুমের একান্ত ইচ্ছেতে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা হয়। এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী খন্দকার হারুন অর রশীদ।