নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

তাজরীন হত্যাকান্ড দিবসে আইবিসির মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৯, ২৫ নভেম্বর ২০২১

তাজরীন হত্যাকান্ড দিবসে আইবিসির মানববন্ধন

তাজরীন ফ্যাশন লিঃ এ অগ্নিকান্ডে নিহত ১১৩ জন শ্রমিকের ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা, পূর্ণবাসন ও খুনি দেলোয়ারের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইন্ড্রাষ্টিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো: শাহাদাত হোসেন সেন্টু। মানববন্ধন পরিচালনা করেন ইন্ড্রাষ্টিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আহমেদ রুবেল। 

 

বক্তব্য রাখেন আবু সুফিয়ান সিনিয়র সহ-সভাপতি, ইন্ড্রাষ্টিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি, মো: কামাল সিদ্দিক, মশিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্ড্রাষ্টিাল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি, এইচ.এম রবিউল চৌধুরী সাংগঠনিক সম্পাদক, ফরিদা ইয়াছমিন নারী বিষয়ক সম্পাদক, রহিমা আক্তার রূপা অর্থ সম্পাদক, মো: কায়সারুন্নবী রুবেল সদস্য ইন্ড্রাষ্টিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি। 

 

সভায় বক্তারা বলেন, তাজরীন ফ্যাশন অগ্নিকান্ড ২০১২ এর ঢাকা বাংলাদেশের মহানগরীর উপকন্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ২৪ শে নভেম্বর সংঘটিত একটি মারাত্মক অগ্নিকান্ডে ১১৩ জন পোষাক শ্রমিক নিহত হয় এবং শত শত শ্রমিক আহত হয় ঐ দূর্ঘটনায় ৯ তলা ভবনের ৬ তলা ভষ্মীভূত হয়ে যায়।

 

উল্লেখ্য, আজ ২৪ শে নভেম্বর বুধবার বাংলাদেশে শোক দিবস পালিত হচ্ছে। এটি দেশের ইতিহাসে অগ্নিকান্ডের সবচেয়ে মারাত্মক ঘটনা। উক্ত ঘটনার পরে অনুরূপ কিছু কিছু ঘটনার পর বাংলাদেশের শ্রমিক অধিকার ও নিরাপত্তার আইন ̧লিতে নানাবিধ সংষ্কারের প্রস্তাব করা হয়।

 

বহু শ্রমিক আহত হয়ে পঙ্গু জীবন কাটাচ্ছে। ৯ বছর পার হলেও শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা পূর্ণবাসন নিশ্চিত করা হয়নি। এমনি অবস্থায় দ্রব্য মূল্যের অগ্রগতির কারণে বাজারে সাথে সমন্বয় রেখে বাঁচার মত নিন্মতম মজুরী অবিলম্বে ঘোষনা করতে হবে। 
 

সম্পর্কিত বিষয়: