নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

বজ্রপাতে ১৫ জনের মৃত্যু, টাওয়ার নির্মাণের দাবি সেভ দ্য সোসাইটির

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৭, ১৮ জুন ২০২২

বজ্রপাতে ১৫ জনের মৃত্যু, টাওয়ার নির্মাণের দাবি সেভ দ্য সোসাইটির

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৫ জনের। ময়মনসিংহেই ৬ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে ৭ জন শিশু ও ৪ জন কৃষক। বজ্রপাতে মৃত্যু কমাতে দ্রুত মাঠে মাঠে বজ্র নিরোধক টাওয়ার নির্মাণের দাবি জানান বজ্রপাত সচেতনতায় কাজ করা সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ)।


সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বজ্রপাতে মৃত্যু কমাতে হলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আর এজন্য বজ্রপাত সচেতনতা বিষয়টি পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। মাঠে মাঠে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ করতে হবে।  


তিনি বলেন, মারা যাওয়া ১৫ জনের পরিসংখ্যান দেখলে বুঝা যায়, একই পরিবারের তিন শিশু ফুটবল খেলতে গিয়ে, এক শিশু মাছ মারতে গিয়ে ও এক কিশোর মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়। 


আমাদের দেশে বৃষ্টি হলেই শিশু-কিশোর ফুটবল নিয়ে মাঠে খেলতে বের হয়। কিন্তু তারা ও তাদের পরিবার জানেনা আকাশে কালো মেঘ দেখা দিলে ও বৃষ্টির সময় বজ্রপাত বেশি হয়। এজন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন। 

 

সংগঠনের সভাপতি ও  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার  বলেন, বজ্রপাত রোধে সারাদেশে গাছ রোপন করতে হবে। গাছ বজ্রপাত থেকে মানুষকে নিরাপদ রাখে।
 আর হাওড় অঞ্চলে যেহেতু বজ্রপাত বেশি হয় সেখানে প্রচুর ছাউনি নির্মাণ করতে হবে। এছাড়া বজ্রপাত নিয়ে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা দরকার বলে জানান তিনি।

 

ময়মনসিংহেই জেলার নান্দাইলে গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে একই পরিবারের ৩ শিশু রয়েছে। নিহতরা হলেনÑ উপজেলার কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮)। 


একই জেলার সদর উপজেলার দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া গ্রামের কৃষক আবু বকর (৪০), জাহাঙ্গীর আলম (৩০)। নান্দাইল এবং ধোবাউড়া উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০)। 


এছাড়া, সিরাজগঞ্জে পৃথক দুটি বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর সিকিউরিটি গার্ডসহ দু’জন মারা গেছেন। নিহতরা হলেন- নাসির উদ্দিন (১৭) ও আব্দুর রাজ্জাক মুন্সী (৪৫)। নাসির উদ্দিন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে ও আব্দুর রাজ্জাক মুন্সী কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে।


শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. শওকত আলীর (৩৫) মৃত্যু হয়েছে।  জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শাকিল আহমেদ শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নওগাঁর মান্দায় নাঈম হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলায় বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  


নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের এক শিক্ষকের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। মৃত আতাউর রহমানের বাড়ি সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায়। 


রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে নাদিরা (৫৫) নামের এক নারী মারা গেছে। উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। সে পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলীর মেয়ে।
লালমনিরহাটের হাতীবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মতিন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (১৬ই জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই গ্রামে বজ্রপাতে পার্থ মিস্ত্রি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া পার্থ স্থানীয় চিত্ত রঞ্জন মিস্ত্রির ছেলে।

সম্পর্কিত বিষয়: