নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

নারায়নগঞ্জ কমিউনিটি পুর্তগাল’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১০, ৮ সেপ্টেম্বর ২০২৪

নারায়নগঞ্জ কমিউনিটি পুর্তগাল’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ কমিউনিটি পুর্তগাল এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  স্থানীয় সময় রাত  ৯ টায়  লিজবন এ  অবস্থিত মাতৃ মনি ফুড গার্ডেনে, নারায়নগঞ্জ কমিউনিটি পুর্তগালের সভাপতি আ: রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুননাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন শামীম সর্দার নিলু, সাদিকুর রহমান, কাজী নাজিম সহ   বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ। 

অন্যান্যদের মধ্যে সাব্বির আহাম্মেদ, রহমান মিয়া, মাইনুল ইসলাম, প্রবাসী বাংলাদেশী, স্থানীয় নাগরিক গন উপস্থিত ছিলেন। 
পুর্তগালে বসবাসরত  নারায়নগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “নারায়নগঞ্জ কমিউনিটি ইন পুর্তগাল” প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে।  
 

সম্পর্কিত বিষয়: