নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

বন্দরে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

বন্দরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধিন শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজের ঠিকাদারের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

আহতের নাম মাহবুব হোসেন হৃদয় (২৮)। তিনি বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে।  এ ব্যাপারে মামলা হয়েছে। এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর উপজেলার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। 

মাহবুব হোসেন হৃদয় জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এস এম ডেনিম নামের একটি শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজ চলছিল। এখানে ঠিকাদারি কাজের ওয়ার্ক অর্ডার পান বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার।

বালু ভরাট কাজের জন্য ঠিকাদারের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে বন্দরের ইস্পাহানি এলাকার সোহেল প্রধান, নাসির, আমানত ও লিয়াকত হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে   বুধবার তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বালু ভরাট কাজে বাধা দেয়। এ  সময় বাঁধা দিতে গেলে তাকে রামদা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।