বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমন হোসেন ইমু (১৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টকন (৩৫) নামে আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ গ্রেপ্তারকৃত ইমনকে মাদক মামলায় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করেছে।
এরআগে গত ১৮ অক্টোবর সোমবার রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ মাদক ব্যবসায়ী টকনের বাড়িতে অভিযান চালিয়ে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ছলিমুল বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৩(১০)২১।


































