নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

ফতুল্লায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩২, ২৪ জুলাই ২০২৫

ফতুল্লায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

ফতুল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন উপ-পরিদর্শক (এসআই)  সামছুল হক সরকার।

বুধবার রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় আহত এসআই সামছুল হক সরকার কে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসালম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে  এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জাহিদকে গ্রেপ্তার করতে যায়।

তাকে না পেয়ে ফিরে আসার সময় পেছন থেকে জাহিদের সহোযোগিরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুর সামান্য নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাদকসহ ছয় জনকে আটক করে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।