নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

দেশে ফিরে আড়াইহাজারে ডাকাতদের কবলে প্রবাসী  টাকা, সর্বস্ব লুট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১৭, ২৬ মে ২০২২

দেশে ফিরে আড়াইহাজারে ডাকাতদের কবলে প্রবাসী  টাকা, সর্বস্ব লুট

আড়াইহাজার উপজেলায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে এক দল ডাকাত। 


বুধবার (২৫ মে) দুপুরে আড়াইহাজার থানায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। রফিকুল ইসলাম উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার দাশগোনা এলাকার দুদু মিয়ার ছেলে।


লিখিত অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, আমি সৌদি আরব প্রবাসী। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় দেশে ফিরে এয়ারপোর্টে থেকে ভাড়া করা গাড়িতে নিজ বাড়িতে যাওয়ার রাস্তায় রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকায় বেলায়েত কলেজের সামনে অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বার্ণালংকার,  নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল এবং একটি লাগেজ ব্যাগ, পাসপোর্ট সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।


আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পর্কিত বিষয়: