নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ মে ২০২৪

বিএনপি-জামায়াত জোট দেশে কোন উন্নয়ন করেনি : মন্ত্রী গাজী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৮, ২০ এপ্রিল ২০২৩

বিএনপি-জামায়াত জোট দেশে কোন উন্নয়ন করেনি : মন্ত্রী গাজী 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারাদেশের মতো রূপগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।


বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে অবকাঠামো উন্নয়ন বাবদ রূপগঞ্জ ইউনিয়নের ৩৬ টি মসজিদ ও মাদ্রাসায় কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

এসব উন্নয়নমূলক কাজের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল।


বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দেশে কোন উন্নয়ন করেনি উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে অন্ধকারের দিকে যেতে চায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অন্ধকারে তলিয়ে যাওয়া দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। 


দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।ষ এই বিএনপি-জামায়াত নিজেরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি বরং দেশকে পিছিয়ে নিয়েছে। এখন আবার পিছনে নেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না।


নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোমেন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফারুক হোসেন সহ অনেকে।