নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ৭ জুন ২০২৩

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

ফতুল্লার মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় ভোলাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।


ছালেহার ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।