নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৩, ৮ অক্টোবর ২০২৩

আড়াইহাজারে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেজলায় বিষাক্ত সাপের কামড়ে শাহীদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মুত্যু হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রোববার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌরসভার নাগের চর এলাকায়।  নিহত শাহীদা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।

 

নিহতের পরিবারের তথ্যমতে, শাহীদা রোববার সকাল ৮টার দিকে বাড়ির বাইরে সড়কে বের হলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

 আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন  জানান, সাপটি বিষাক্ত বলে মনে হয়েছে। হাসপাতালে আনার আগেই শাহীদার মৃত্যু হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: