নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

ফতুল্লায় ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফতুল্লায় ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ফতুল্লায় আবাসিক এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় অবৈধ গ্রাহকদের মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানাসহ  প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে রবিবার বিকেলে পাগলা নন্দনালপুর এলাকায় প্রাপ্তি আবাসিক সিটিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস অফিস ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, উপব্যবস্থাপক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ প্রমুখ।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, প্রাপ্তি আবাসিক সিটি ও এর সঙ্গে থাকা আরেকটি হাউজিং সোসাইটিতে অবৈধ গ্যাস সংযোগের খবর পাই। তিতাস কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০০ আবাসিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। 

এছাড়াও গ্যাস আইন ২০১০ এর ধারা মোতাবেক মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।