নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ১৫ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৮

আড়াইহাজারে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়ি ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে অটোরিকশা চুরির অভিযোগে চোরাই অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তিনজন রিমান্ডের আসামি রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইরচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঈদের পর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে জুয়ার আড্ডা থেকে গ্রেপ্তার হয়।