নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি  নিহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫৪, ১৪ মে ২০২৪

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি  নিহত 

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আমীন (৫৫) নামে এক ব্যক্তি দ্বিখন্ডিত হয়ে মারা গেছেন।  মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাগলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমীন বন্দরের দত্তবাড় ডাকঘর এলাকার আব্দুল বাতেনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে। পরিবার জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন।

মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে এদিক সেদিক চলে যায়। আজ ট্রেনের নিচে পড়ে নিহত হয় সে। তার কোমরের নিচ থেকে দুই পা আলাদা হয়ে যায় এ দুর্ঘটনায়।