নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

জেলা পরিষদের অর্থায়নে বন্দরে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৯, ৫ জুন ২০২৪

জেলা পরিষদের অর্থায়নে বন্দরে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ কোটি টাকা অর্থায়নে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল ঘাট থেকে ললিত সাধুর আশ্রম পর্যন্ত নির্মাণাধীন রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১১টায় এ উপলক্ষে দোয়া মাহফিল ও ফলক উন্মোচন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। 

তাছাড়া এ সময় জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত, ধামগড় ইউপি'র ৩নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, উক্ত নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাসবীয়াহ এন্টার প্রাইজের স্বতাধিকারী জাবেদ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।