নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, লুটপাট, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, লুটপাট, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ

রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, লুটপাট ও নৈরাজ্যের ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রূপসী বালুর মাঠে বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 

তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এড মাফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান,সাধারন সম্পাদক জুবায়ের রহমান জিকু,আরিফ হাসান আরবসহ অনেকে। 

প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূইয়া বলেন,  বিগত সরকারের যত অপকর্ম ছিল সেগুলো ধু্িলসাৎ করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

যারা চাদাবাজ, দখলদার,  মাদক ব্যবসা করে তাদেরকে রূপগঞ্জ থেকে বিতারিত করবো। সাবেক সাংসদের কারখানায় যারা আগুন দিয়েছে তাদেরকে খুজে বের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি ক্মনা করেন। 

তিনি বলেন, কেউ দলের পরিচয় দিয়ে  চাদাবাজি করে তাকে দল থেকে নয়,  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।