নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ১৯ অক্টোবর ২০২৪

বন্দরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আত্ম-মানবতার সেবায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে শনিবার সকাল ১০ টায় বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা বন্দর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোশাররফ হোসেন স্বপনের ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা,রুক্তের গ্রুপ নির্ণয়,ডায়বেটিস নির্ণয়,সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে ।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ আরিফুর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবু আব্দুল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারী মাওলানা নূরুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন পূর্ব সভাপতি কবি নজরুল ইসলাম আমিনী, কলাগাছিয়া ০৪ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার জসিম বিন নূর ২নং ওয়ার্ড সভাপতি এনামুল হাসান, ছাত্র শিবির দক্ষিণ থানার সভাপতি শরিফুল, চিকিৎসা প্রদান করেন , মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ জুয়েল, বিশ্বনবি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, অন্যান্য আরো নেতৃবৃন্দ ও কর্মীগন।