নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

কাঁচপুরে ফুটওভার ব্রীজ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:২৩, ৬ মার্চ ২০২৫

কাঁচপুরে ফুটওভার ব্রীজ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী ফুটওভার ব্রীজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভার ব্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে লাশটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনারগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  
 

সম্পর্কিত বিষয়: