নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ২০ আগস্ট ২০২৫

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামে। 

এলাকাবাসী জানায়, রাত আড়াইটায় ওই গ্রামের মনিরের মালিকানাধীন পাশাপাশি দুটি বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

ওই সময় ডাকাত দল গৃহকর্তা মনিরের দুই পুত্র আজিজুল এবং জহিরকে  মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, ১২ ভরি ওজনের রৌপ্যালংকার, নগদ ৭০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল লুটে নেয় । 

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।