নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

আড়াইহাজারে জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৬

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৫, ২ মে ২০২৫

আড়াইহাজারে জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৬

আড়াইহাজারে জমি দখলে নিতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর  হামলায় নারীসহ অন্তত ৬ জন  আহত হয়েছে। আহতরা হলেন, বাদশা মিয়া, আনার হোসেন, ইসলাম, নবী, হাবিবুল, শামসুন্নাহার ও রিনা বেগম।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তারা চিকিৎসা গ্রহন করেন।

বুধবার  বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের বড় দাবুরপুরা এলাকায় এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনের নামে  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত আশ্রাব আলীর ছেলে হেকিম (৬০) ও  আউয়াল (৫৮), মৃত মালেকের ছেলে হারুন (৩৫)।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী বাদশা মিয়া ওরফে  তারা মিয়া আড়াইহাজার মৌজা, ২২ আর এস খতিয়ানে ১২০ শতাংশ জমিটি পূর্ব-পুরুষ ওয়ারিশ সুত্রে মালিক। তবে বিবাদী হেকিম, আউয়াল ও হারুন তাদের পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক দীর্ঘদিন জায়গাটি দখল করে রাখে।

এমতাবস্থায় বাদশা মিয়া  এলাকায় বিচার শালিশের মাধ্যমে সম্পত্তি দখল করে ২/৩ টা পরিবার বসত করে আসছিল। কিন্তু বিবাদীরা উক্ত সম্পত্তি আবার জবরদখলের চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসতো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন কয়েকজন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে তাদের উপর আর্তকিত হামলা চালায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, অভিযোগটি গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।