নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১১, ৩০ জুন ২০২৫

বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা  

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে র্তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি  আমির হোসেনসহ যুবদল নেতৃবৃন্দ। সোমবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

সাবেক যুবদল নেতা আমির হোসেন জানান, মহানগর বিএনপি সাবেক নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যান্ত নেক্কার জনক ঘটনা। এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমিসহ যুবদল নেতাকর্মীরা র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে হামলাকারি ডন বজলুসহ তার সন্ত্রাসী বাহিনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত রোববার দুপুরে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  সোনারগাঁও এলাকার মূর্তিমান আতংক বজলু রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বিবস্ত্র করে সম্মানহানী করে।