নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

যাত্রীবেশে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে নারীসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০২, ১১ আগস্ট ২০২৫

যাত্রীবেশে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে নারীসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

যাত্রীবেশে মাদক পাচারকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার শর দত্তপাড়ার বাবুল বেপারীর স্ত্রী মোসাঃ চাম্পা বেগম (৪৮) ও -ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিমপুরের আব্দুর রহমানের পুত্র মোঃ সজিব মিয়া (৩৩)।

এ বিষয়ে সোমবার নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করেছে।

জানা যায়, রোববার রাত ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "ক"সার্কেলের উপপরিদর্শক জনাব মোঃ আজাদ হোসেন ও  সুফিয়া বেগমের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার হাজী নেকবর আলী সুপার মার্কেট এর সামনে  আল-মোবারাকা পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১২-৪০৭১) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চম্পা বেগম ও সজিব নামের দুই যাত্রী  কে গ্রেপ্তার  করে। 

এ সময় তাদের নিকট থেকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।