নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫

বন্দরে দাবিকৃত চাঁদা না পেয়ে বসত বাড়ি ও অটো গ্যারেজে সন্ত্রাসী হামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৮, ২২ আগস্ট ২০২৫

বন্দরে দাবিকৃত চাঁদা না পেয়ে বসত বাড়ি ও অটো গ্যারেজে সন্ত্রাসী হামলা 

বন্দরে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  টিনেসড বাড়ী ও অটো গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে   ব্যাপক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে  স্থানীয় চাঁদাবাজ শাহাআলম ওরফে এমপি শাহাআলমসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ি ও গ্যারেজ মালিক হযরত আলী বাদী হয়ে উল্লেখিত চাঁদাবাজকে আসামী করে বন্দর  থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে শুক্রবার (২২ আগস্ট)  দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার বঙ্গশাসন এলাকায় চাঁদার দাবিতে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত ১২ বছর পূর্বে বন্দর থানার বঙ্গশাসন এলাকার ইসহাক মিয়ার ছেলে হযরত আলী একই এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী হাসেদা বেগমের নিকট হইতে ২ শতাংশ জায়গা ক্রয় করে ভোগ দখলে নিয়জিত আছে।

১২ বছর পর বেশ কিছুদিন ধরে জায়গা বিক্রেতা হাসেদা বেগমের বখাটে ছেলে স্থানীয় সন্ত্রাসী শাহাআলমসহ তার সহযোগীরা জমি ক্রেতা হযরত আলী কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

এর ধারাবাহিকতা শুক্রবার বেলা সাড়ে ১২টায় সন্ত্রাসী শাহাআলম ওরফে এমপি শাহাআলমসহ তার সাঙ্গপাঙ্গরা পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে ওই সময় হযরত আলী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজ শাহাআলমসহ তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে হযরত আলী বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে দেশীয় অস্ত্র সন্ত্র নিয়া অতর্কিত হামলা চালিয়ে টিনসেড বিল্ডিং এর ২ টা থাই গ্লাস ভেঙ্গে ৩৫ হাজার টাকা  ক্ষতি সাধন করে।

পরে উল্লেখিত চাঁদাবাজরা অটো গ্যারেজ ইট দিয়া ডিল মারিয়া বেড়ার ব্যপক ক্ষতি করিয়া জোর পূর্বক গেইটে তালা মারিয়া রাখে। পরবর্তীতে ভূক্তভোগী হযরত আলী  ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে চাঁদাবাজরা জানায় দাবিকৃত চাঁদার টাকা না দিলে তার ৮ বছরের শিশু মেয়ে মুবাশিরা আক্তার (৮)কে অপহরন করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।

বিবাদীদের হুমকির কারনে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগতেছি। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য ভূক্তভোগী নিরিহ হযরত আলী ও তার পরিবার বন্দর থানার অফিসার ইনর্চাজ লিয়াকত আলী জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।