
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন,“বিগত স্বৈরাচারী সরকার সমাজকে মাদকের অভয় অরণ্যে পরিণত করেছিল।
এর ফলে আমাদের যুব সমাজ মাদক সেবন ও ব্যবসায় অভ্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু আমরা সেই অন্ধকার অবস্থা থেকে যুব সমাজকে মুক্ত করতে চাই। খেলাধুলার মাধ্যমেই যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।”
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন মদনপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল চারটায় মদনপুর ইউনিয়নের ছোট দেওয়ানবাগ এলাকায় এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “আমরা চাই কিশোর ও যুবকরা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। কোনভাবেই তারা যেন খারাপ কাজ বা অপকর্মের সাথে যুক্ত না হয়। একমাত্র খেলাধুলাই যুব সমাজকে এসব খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। ইনশাআল্লাহ, আমাদের সহযোগিতা সবসময় থাকবে।”
সজল আশাবাদ ব্যক্ত করে বলেন,“আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আরও বেশি খেলাধুলার ব্যবস্থা করবেন এবং যুব সমাজকে তাতে সম্পৃক্ত করবেন। তবেই সমাজ থেকে মাদক ও অপকর্ম দূর হবে। আগামী দিনে যুবকরাই সমাজের কল্যাণে ভাল কাজ করবে এটাই আমার প্রত্যাশা।”
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম রনির সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন যুবদল নেতা জাহিদুল ইসলাম রিপনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, শাহীন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান।