নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

বন্দরে গাঁজাসহ সেলিম গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ৫ অক্টোবর ২০২৫

বন্দরে গাঁজাসহ সেলিম গ্রেপ্তার  

বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ সেলিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট শিপলু (৩৩) কৌশলে পালিয়ে যায়।

 ধৃত মাদক ব্যবসায়ী সেলিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। পলাতক মাদক সম্রাট শিপলু বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৬(১০)২৫।

গ্রেপ্তারকৃতকে রোববার (৫ অক্টোবর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার পুনাইনগরস্থ মাসুদ মিয়ার বাড়ি সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।