সহপাঠি সাথে কথা বলার জন্য বাসা থেকে বের হয়ে হাসনাইন আহম্মেদ সিয়াম (১৬) নামে এক স্কুল ছাত্র গত ২ ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হাসনাইন আহম্মেদ সিয়াম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নং মাধবপাশা এলাকার হাজী আব্দুল সালাম মিয়ার ছেলে। সে বন্দর উপজেলার হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় নিখোঁজের জামাতা আরিফিন আহম্মেদ বাদী হয়ে শুক্রবার (১০ অক্টোবর) সকালে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ৮৮৬ তাং- ১০- ১০- ২০২৫ ইং। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নং মাধবপাশাস্থ সেনপাড়া এলাকা থেকে বের হয় ওই স্কুল ছাত্র নিখোঁজ হয়।
জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নং মাধবপাশাস্থ সেনপাড়া এলাকা জানে আলম মিয়ার ছেলে হাসনাইন আহম্মেদ সিয়াম সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছিল।
এ সুবাদে গত বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছাত্র হাসনাইন আহম্মেদ সিয়াম তার নিজ বাড়ি থেকে বন্দর থানার মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট এলাকার জানে আলম মিয়ার ছেলে তার সহপাঠী ওয়াজিদের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
অনেক স্থানে খোঁজাখুঁজি করে উল্লেখিত স্কুল ছাত্রের কোন হদিস না এ ঘটনায় থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ স্কুল সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।


































