বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী-এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (আজ) বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় তাঁর মালিকানাধীন এবি, ভেজিটেবল ভবনের দ্বিতীয় তলায় এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাহফিলে উপস্থিত সকলেই মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ জীবনের জন্য বিশেষ মোনাজাত করেন। এলাকার বরেণ্য আলেমগণ মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য মোঃ আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের হৃদয়ের প্রার্থনা। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান অনস্বীকার্য।
তিনি আরও জানান যে, তাঁর আহ্বানে আজ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি নানা পেশাজীবী মানুষ উপস্থিত থেকে দলের চেয়ারপারসনের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।


































