নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত নুরুল ইসলাম লাভলু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৮, ২ জানুয়ারি ২০২৬

কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত নুরুল ইসলাম লাভলু

কাশিপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নুরুল ইসলাম লাভলুকে মনোনীত করা হয়েছে।

বছরের শুরুতেই পহেলা জানুয়ারি এ সিদ্ধান্তের মাধ্যমে কাশিপুর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নুরুল ইসলাম লাভলুকে এ দায়িত্ব প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, দলীয় কার্যক্রম সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হলো।

এ প্রসঙ্গে কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু বলেন,
“আমি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূঁইয়া সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দলীয় নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে কাশিপুর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ করবো এবং থানা বিএনপির নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবো।”

তিনি আরও বলেন, কাশিপুরবাসীর পক্ষ থেকে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ যেন প্রিয় দেশনেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—এই দোয়া করি।