বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নেই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান।
সুতরাং খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরে আবারও মানুষের সেইরকম আস্থার জায়গা তৈরি হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এসময় মামুন মাহমুদ বলেন, আমাদের নেত্রী চিন্তা করেছিলেন উনার মৃত্যুর পরে এদেশের মানুষ নেতৃত্বের সংকটে যদি ভোগে অথবা যদি নেতা খুঁজে না পায় তাই উনি মৃত্যুর মাত্র চার দিন আগে তার পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।
বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নানের জন্যও দোয়া প্রার্থনা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা জুয়েল রানার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা সাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।


































