নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

বন্দরে বিদ্যুৎস্পৃৃষ্টে ডকইয়ার্ড শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২১

বন্দরে বিদ্যুৎস্পৃৃষ্টে ডকইয়ার্ড শ্রমিক নিহত

বন্দরে মুকুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে পৌনে ১১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ বাদশা ডকইয়ার্ডে এ দূর্ঘটনাটি ঘটে।

 

নিহত ডকইয়ার্ড শ্রমিক মুকুল সুদুর গাইবন্দিা জেলার সুন্দরগঞ্জ থানার পঞ্চানন্দ পলাশতলা এলাকার আশরাফ আলী মিয়ার ছেলে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে নারাযণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে নিহত ডকইয়ার্ড শ্রমিকের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। 


সাইফুল ইসলাম জানান, আমার চাচাত ভাই  মুকুল দীর্ঘদিন ধরে সোনাকান্দা বাদশা ডকইয়ার্ডে সান ব্রাষ্টিং এর কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উল্লেখিত ডকইয়ার্ডে কাজ করার সময় হেলোজিন লাইটের তারের সাথে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 


এদিকে এলাকাবাসী জানায়, বন্দরে সোনাকান্দা বাদশা ডকায়ার্ড এখন মৃত্যুপরী ডকইয়ার্ডে পরিনত হয়েছে। প্রতি বছর এ ডকইয়ার্ডে কাজ করে গিয়ে বহু মানুষ অকালে প্রান হারাচ্ছেন।