নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাল দলিল তৈরির অপরাধে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪১, ৭ অক্টোবর ২০২১

সিদ্ধিরগঞ্জে জাল দলিল তৈরির অপরাধে গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি উত্তরপাড়া এলাকায় জাল দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের বলে দাবি করা দ্ইু প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


 গ্রেপ্তারকৃতরা হলো- একই এলাকার মৃত আজমত আলীর দুই ছেলে মো. সোহরাব (৪৭) এবং মো. সামসুল হক (৫০)। এর আগে ভুক্তভোগী জমির প্রকৃত অংশীদার পক্ষের শাওন প্রধান আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা (সিআর নং ৯০২/২০২১) দায়ের করেন।

ভুক্তভোগী শাওন প্রধান জানান, অভিযুুক্তরা জাল দলিল তৈরি করে আমাদের সম্পত্তি নিজেদের বলে দাবি করে। পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে জানতে পারি অভিযুক্তদের নামে আমাদের কোন সম্পত্তি দলিল হয়নি এবং অভিযুক্তরা নিজেদের নামে জাল দলিল তৈরি করেছে। এ বিষয়ে আমরা আইনের স্বরণাপন্ন হলে পুলিশ তদন্ত করে আসামীদের গ্রেপ্তার করে।

 

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রহিম জানান, আসামীদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।