নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ি র‌্যাবের জালে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ৩ ডিসেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ি র‌্যাবের জালে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ ইলিয়াস ঢালী (৫৫) ও মোঃ জসীম ঢালী (৩৬)। এরমধ্যে ইলিয়াস ঢালী ডেমরার সারুলিয়ার শুকুরসী এলাকার মৃত আমীর আলী ঢালীর ছেলে ও জসীম ঢালী একই এলাকার মৃত ওহিদ ঢালীর ছেলে।

 

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার  ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


র‌্যাব-১১ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা হতে ফেনসিডিলগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশী চালিয়ে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পর্কিত বিষয়: