নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দামকে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫১, ৯ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দামকে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামি।  

গত বুধবার সাদ্দাম হোসেন জামিনে বের হয়। এরপর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। 

শনিবার (৯ নভেম্বর) তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ডাকাতি সংঘটিত করে আসছে।

সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। এরপর গত বুধবার সাদ্দাম হোসেন জামিনে বের হয়। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।