নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ইউএনও’র উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ১৫ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ইউএনও’র উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ

'সবুজে বাঁচুক নবজাতক, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের উদ্যাগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবজাতক কে চারা গাছ উপহার দেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে মকিশপুর এলাকার মহিবুল্লার নবজাতক সন্তান মুশফিক এর নামে বৃক্ষরোপন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূঁইয়া,নবজাতকের পিতা মহিবুল্লাহ।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান স্যারের উদ্যোগে আজ আমরা নবজাতকের নামে বৃক্ষরোপন করলাম।শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।