
'সবুজে বাঁচুক নবজাতক, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের উদ্যাগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবজাতক কে চারা গাছ উপহার দেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে মকিশপুর এলাকার মহিবুল্লার নবজাতক সন্তান মুশফিক এর নামে বৃক্ষরোপন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূঁইয়া,নবজাতকের পিতা মহিবুল্লাহ।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান স্যারের উদ্যোগে আজ আমরা নবজাতকের নামে বৃক্ষরোপন করলাম।শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।