নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

মিটফোর্ডে সোহাগ হত্যা : অন্যতম আসামি নান্নু বন্দরে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪০, ১৫ জুলাই ২০২৫

মিটফোর্ডে সোহাগ হত্যা : অন্যতম আসামি নান্নু বন্দরে গ্রেপ্তার

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি  নান্নু (৩৮) কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি ইউনিট।  

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র‌্যাব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমরা তাদের সহযোগিতা করি।

সোমবার দিবাগত রাত ১টা দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নান্নু শরীয়তপুর জেলার ডামুড্যা থানার প্রিয়কাঠি গ্রামের আব্দুল কাদের কাজীর ছেলে।
জিজ্ঞাসাবাদে নান্নু মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।প্র

ত্যক্ষদর্শীদের বর্ণনা ও তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, সোহাগকে প্রথমে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়।

এরপর ইট-পাথর দিয়ে মাথা ও শরীরে একাধিকবার আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়।

একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় এবং কয়েকজন ব্যক্তি তার শরীরের ওপর উঠে লাফিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত সোহাগ পুরোনো তামার তার, অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন ধরণের ভাঙারি মালামালের ব্যবসা করতেন। পুলিশ ও র‌্যাবের ধারণা, ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।