
বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ নূর (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসা নূর মোহাম্মদ নূর বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ১৬(৭)২৫। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (১৩ জুলাই) রাত পৌনে ১২টায় বন্দর থানার বক্তারকান্দীস্থ বিসমিল্লাহ হোটেলের সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে,ধৃত মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ নূর দীর্ঘ দিন ধরে বক্তারকান্দীসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ###