নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ১৪ জুলাই ২০২৫

বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

সারা দেশের ন্যায়  বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) সকালে বন্দর উপজেলা পরিষদ হলরুমে বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়'র সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা   মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানবন্দর। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, আশরাফুল ইসলাম, ডা'. সোনালী আক্তার মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানসহ  পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

আলোচনা সভা শেষে শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আক্তার স্বর্না, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো নবী হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শকা খোদেজা আক্তার, ইউনিয়ন পরিষদ মুছাপুর, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র  ধামগড়, সূর্য মূখী ক্লিনিক  বন্দর কে প্রধান অতিথি পুরস্কার ও সনদ প্রদান করেন। 

প্রধান অতিথি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা  বিভাগের কার্যক্রমে প্রসংশা করেন। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বন্দর উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী কর্মকর্তা মো. কাওশার হোসাইন।
 

সম্পর্কিত বিষয়: