নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

বন্দরে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মহড়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৪, ১৪ জুলাই ২০২৫

বন্দরে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মহড়া

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মহড়া দিয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখলা থেকে শুরু করে সিটি মসজিদ, বিপুবাড়ির মোড়, সোমবারিয়া বাজার, চোরাপাড়া, দাশেরগাও স্ট্যান্ড ও ও লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মহড়া দেয়। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়  চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম করেছে। আমাদের ২৫নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।

কেউ যদি মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে আপনার অবস্থান করবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। সে যত বড় নেতাই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি ফজলুল হক, সহ- সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, সহ- সাধারণ সম্পাদক ইব্রাহিম ইবি, ক্রীড়া সম্পাদক আবু তাহের, সদস্য দেলোয়ার হোসেন, মোতালেব হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, বন্দর থানা যুবদল নেতা আব্দুর রহমান, সজিব আহমেদ, মো. রানা, পলাশ বেপারী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বন্দর থানা কমিটির আহ্বায়ক রওশন আলী, যুগ্ম আহ্বায়ক মো. দাদনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।