নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ জুলাই ২০২৫

ঐক্যমত্য কমিশনের সভায় ছাত্র নেতা ফারহানা মুনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:৩৬, ১৪ জুলাই ২০২৫

ঐক্যমত্য কমিশনের সভায় ছাত্র নেতা ফারহানা মুনা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন   নারায়ণগঞ্জের ছাত্রনেতা ফারহানা মানিক মুনা। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি হিসেবে মুনা সভায় অংশ নেন। এদিন প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা জারি-সংক্রান্ত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

 

ফারহানা মানিক মুনা বাংলাদেশ ছাত্রফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও গণসংহতি আন্দোলনের সদস্য। সুন্দরবন রক্ষা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ ফারহানা মানিক মুনা। 

 

সভায় অংশগ্রহণ বিষয়ে মুনা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠনের কাজ চলছে। সেই কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণসংহতি আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমাদের দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেলের সঙ্গে আমি সভায় অংশ নিই। এধরণের সভায় যোগ দেয়া রাষ্ট্র পুনর্গঠনের কাজে সরাসরি যুক্ত হওয়া৷ বিষয়টি আমাদের রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ।  

 

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজ ঐকমত্যে পৌঁছানো গেছে জানিয়ে সভাশেষে সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, এর আগের বৈঠকে সংবিধানে বিদ্যমান ৯৫ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও তিনটি বিষয়ে ঐকমত্য হয়েছে

সম্পর্কিত বিষয়: