
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারীরিক প্রতিবন্ধী সৎ মা দিনু বেগম (৫৫) কে এলোপাথাড়ি লাথি ও মারধর করে হত্যা করার অভিযোগ ওঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে সোমবার সকালে পশ্চিম কলাবাগ সাইলো গেট সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে। মা দিনু বেগম রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি পশ্চিম কলাবাগ এলাকার মো. ইসমাইল হোসেনের স্ত্রী। এদিকে এ ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
জানাগেছে, মিনু বেগমের সৎ ছেলে জহিরুল ও নজরুল এর সাথে জমিজমা সংক্রান্তবরিরোধ ও একটি ডাব গাছ থেকে ডাবপাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনু বেগমের ছেলে ইব্রাহিমকে মারধর করতে থাকে তার সৎ ভাই জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম।
এ সময়ে মিনু বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জহিরুল ও নজরুল। এরপর তারা তাকে এলোপাথাড়ি মারধর, কিলঘুষি ও লাথি মেরে ফেলে দিলে তার রক্তক্ষরণ শুরু হয়।
পরে অপর ছেলে ইব্রাহিম মুমুর্ষ অবস্থায় মিনু বেগমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্য চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ইব্রাহিমের অভিযোগ, নজরুল ও জহিরুল মিনু বেগমকে মারধর করে পিটিয়ে তার মাকে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম মঙ্গলবার বিকেলে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।